শেখ হাসিনার বিচার দাবিতে ছেংগারচরে বিএনপির অবস্থান কর্মসূচি

মতলব উত্তর (চাঁদপুর): ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যার ‘নির্দেশদাতা’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ছেংগারচর বাজারে একটি মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচি পালিত হয়। এসময় তারা শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এসময় পৌর বিএনপির নেতারা বলেন, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এই গণহত্যার বিচার বাংলার মাটিতে হতে হবে। স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা সরকার যে গুম, খুন, অত্যাচার করেছে, তার বিরুদ্ধে গণঅবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আসতেই হবে।

অবস্থান কর্মসূচীতে ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সাবেক উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান আনিছ।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর নবী মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক  ফরহাদ হোসেন, ছেংগারচর সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি আব্দুর রহমান মুন্না, পৌর বিএনপি নেতা সিরাজ সিকদার, যুবদল নেতা হাবিব প্রধান প্রমুখ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম