মেঘনায় মা ইলিশ শিকার করায় ৬ জেলে আটক

চাঁদপুর : মা ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় হরিণা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদীতে অভিযান পরিচালনা করে ৬ জেলেকে আটক করেছে।

বুধবার (১৯  অক্টোবর) সদরের চান্দ্রা ইউনিয়নের আখনের হাট এলাকার মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ আহরণকালে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৬ জেলেকে আটক করে।

আটক জেলেরা হলেন-মিন্টু চৌকিদার( ২৭), শরিফ চৌকিদার (২২), শামিম বেগ (১৯), নাঈম চৌকিদার (২০), জিহাদ বেগ (২৭) ও রফিক চৌকিদার (৬২)।

হরিণা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল বালা জানান, আটক জেলেরা সকলেই চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা। মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষন অভিযানে তাদের কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে এবং তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম