মানুষের চোখ খুলে দিতে চাই তারুণ্যের উৎসবের মাধ্যমে

চাঁদপুরে তারুণ্যের উৎসব আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক

চাঁদপুর : চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, তারুণ্যের উৎসবে মানুষের প্রয়েজনীয় সবকিছু উপস্থাপন করতে হবে। এ উৎসব শুধু প্রশাসনের নয়, এ উৎসব সকল জনগণের।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের ক্ষুদ্র অংশ হিসেবে নিজেকে বদলাতে হবে। মানুষের চোখ খুলে দিতে চাই এই উৎসবের মাধ্যমে। আমাদের পরিবর্তন হতে হবে। কারো অন্যায়ের জন্যে অন্য মানুষের বিনোদনের ব্যবস্থা নষ্ট হবে তা আমরা করবো না।

জেলা প্রশাসক বলেন, তরুনরা এপৃথিবীকে বদলে দিবে। তরুনদের একত্রিত করা, তাদেরকে সম্পৃক্ত করাটাই মেলার মূল উদ্দেশ্য। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠেয় এই উৎসব আগামীতে টেকসই ভবিষ্যৎ গড়া এবং তরুণদের, সৃজনশীলতা ও উদ্যমের সফল বাস্তবায়ন ঘটিয়ে ক্ষুধামুক্ত, দূষণমুক্ত ও বেকারত্বহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য মাইলফলক হবে বলে বিশ্বাস করি।

এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, জেলা স্কাউটস্ এর সহকারি সম্পাদক পূরবী সরকার শম্পাসহহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

ফম/এমএমএ/