মতলব উত্তর (চাঁদপুর) : মতলব উত্তরে বিএনপি নেতা পরিচয়ে এক প্রবাসী পরিবারের সীমানা ওয়াল ভেঙ্গে জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মমরুজকান্দি গ্রামের ওয়ালী উল্লাহ খন্দকার (৫৯) বাদী হয়ে একই বাড়ির বাবুল মন্ডল, ইলিয়াছ মন্ডল, টিটু মন্ডল, মিজু মন্ডল, মজিব মন্ডলকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২ অক্টোবর ভোর ৬টার দিকে বিবাদীরা একত্রিত হয়ে বাদীর নিজ বাড়িতে দখলীয় জায়গার গাছপালা কেটে এবং ইটের সীমানা ওয়াল ভেঙ্গে জায়গা জবরদখল করে। এতে ওই প্রাবাসী পরিবারের প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় তাদের বাধাঁ দিলে বাদীসহ তাদের পরিবারের লোকজনকে লাঠিসোটা দিয়ে মারধর করতে আসে। এবং গালমন্দ করে আইনগত ব্যবস্থা নিলে মেরে ফেলার হুমকি দেন বিবাদীরা। সরেজমিনে গাছপালা কেটে ও সীমানা ওয়াল ভেঙ্গে জায়গা দখলের সত্যতা পাওয়া গেছে।
বাদী ওয়ালী উল্লাহ বলেন, আমি ৫০ বছরের বেশি সময় ধরে আমার জায়গায় বসবাস করে আসছি। গত বৃহস্পতিবার সকালে হঠাৎ করে তারা এসে আমার জায়গার ওয়াল ভেঙ্গে ফেলে এবং গাছপালা কেটে ফেলেছে। তারা বিএনপি করে এটা পরিচয় দেয় আর কিছু বললেই মেরে ফেলার হুমকি দেয়। এখন আমরা ভয়ে দিন কাটাচ্ছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে বিবাদী ইলিয়াছ মন্ডল বলেন, আমি ক্রয়সূত্রে এই জায়গার মালিক। অনেক দিন ধরে আমার জায়গা ছেড়ে দিতে বলছি। কিন্তু তারা তা মানছে না। উল্টা গালমন্দ করে। তাই আমি আমার জায়গা দখল করেছি।
অভিযোগ দায়ের করার পর গত ৪ অক্টোবর মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফম/এমএমএ/