নির্ধারিত দামে আলু পেঁয়াজ ও ডিম বিক্রির করতে চাঁদপুর চেম্বারের মাইকিং

চাঁদপুর: বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর দাম প্রতি কেজি ৩৫-৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা নির্ধারণ করে দিয়েছে।

সরকার নির্ধারিত এই দামে যাতে ব্যবসায়ীবৃন্দ আলু দেশি পেঁয়াজ ও ডিম বিক্রি করেন তার জন্য চাঁদপুরের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এ ব্যাপারে সতর্ক ও অনুরোধ করে চিঠি দিয়েছে এবং শহরে  মাইকিং করেছে  চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

চাঁদপুর জেলার  ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম জানান, কৃষি পণ্য বিপণন আইন ২০১৮ অনুযায়ী কৃষি পণ্যের সর্বোচ্চ যৌক্তিক মূল্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতে সিদ্ধান্ত হয় প্রতি কেজি কোল্ড স্টোর পর্যায়ে আলু ২৬ থেকে ২৭ টাকা, খুচরা সর্বোচ্চ মূল্য ৩৫ থেকে ৩৬ টাকা। দেশি পেঁয়াজ পাইকারি মূল্য ৫৩ থেকে ৫৪ টাকা খুচরা সর্বোচ্চ মূল্য ৬৪ থেকে ৬৫ টাকা। ডিম উৎপাদন পর্যায়ে প্রতি পিস ১০ টাকা ৫০ পয়সা, খুচরা সর্বোচ্চ মূল্য ১২টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক উক্ত ধার্যকৃত মূল্যে আলু,দেশি পেঁয়াজ ও ডিম বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের চিঠি দিয়ে অবগত করা হয় এবং জনস্বার্থে ১৮ সেপ্টেম্বর সোমবার শহরে মাইকিং করা হয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম