চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ডিগ্রী কলেজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চিন্তা জাগ্রত করতে এক আলোচনাসভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে কলেজের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন পাটোয়ারী এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাচার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন কবির।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব বিষয়ক স্লোগান সম্বলিত থ্রিডি স্কেল, কলম, খাতা ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং উপস্থিত সবাই এমন কার্যক্রম নিয়মিত করার আহ্বান জানান।
ফম/এমএমএ/

