
চাঁদপুর: চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে।
তিনি বলেন, ফেসবুক আইডির মেসেঞ্জারের মাধ্যমে আমার ফেইসবুকের বন্ধুদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবিসহ আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
০৯ (নভেম্বর ) বুধবার সন্ধ্যা ৭টায় ব্যবহৃত মোবাইল হতে নিজ নামীয় ফেইসবুক আইডি Md Tarekul Islam যাহার লিংক “https://www.facebook.com/ profile.php?id=100005074247599 ” ফেইসবুক আইডি ব্যবহার করার সময় দেখতে পাই। উক্ত ব্যক্তি যে কোন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মান সম্মান খুন্নসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা থাকায়। আমি উক্ত বিষয়ে আমার পরিবারের সাথে আলাপ করিয়া অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করি। ডায়েরি নং ৫৯৫। তারিখ ০৯-১১-২০২২।
তিনি জানান, আমার উক্ত নামীয় ফেইসবুকের মেসেঞ্জার আইডি থেকে কেউ টাকা পয়সা চাইলে যেন না দেয়া হয়।
ফম/এমএমএ/