চাঁদপুর: চাঁদপুর পৌর সভার জনবহুল এলাকা ৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ডাস্টবিন ও মৃত ব্যক্তির শেষ গোসলের জন্য ঘর নির্মান করেছে ব্যাতিক্রমী সামাজিক সংগঠন হাবিবুল্লাহ সামাজিক সংস্থা।
শহরের পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাঁচা কলোনীতে স্থানীয় সাধারণ মানুষের জনদুর্ভোগ কমানোর উদ্যোগে স্থায়ী ভাবে ১ টি ডাস্টবিন নির্মানের কাজ করা হয়।পরবর্তীতে আরোও ৩ টি ডাস্টবিন নির্মান কাজ করা হবে।কারণ এই এলাকাটি ঘনবসতিপূর্ন্য ও কয়েক শতাধিক মানুষ বসবাস করছে। মৃত ব্যক্তির সুন্দর ও সঠিক ভাবে দাপন-কাপনের ব্যবস্থা ও শেষ গোসলের জন্য জামতলা জামে মসজিদের পাশে মৃত ব্যক্তিদের গোসল করানোর জন্য গৃহ নির্মানের কাজ চলছে।
হাবিবুল্লাহ সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক বেলজিয়াম যুবদলের সদস্য সচিব ও চাঁদপুর জেলা যুবদলের সদস্য , ৭ নং ওয়ার্ড বিএনপির নেতা মোস্তফা মোহাম্মদ বাবু বলেন, এই সামাজিক সংস্থার মাধ্যমে আমরা মানুষের কল্যানে কাজ করে যাবো।এই ওয়ার্ডটিতে বিগত বছরগুলোতে উন্নয়ন কাজ ও জনদূভোগ লাঘবে কিছুই করা হয়নি।ঘনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্বেও পৌর সভার সঠিক নাগরিক সেবা বঞ্চিত এই ওয়ার্ডের মানুষ। তাই আমরা উদ্যোগ নিয়েছি জনগুরুত্ব বিবেচনা করে হাবিবুল্লাহ সামাজিক সংস্থার উদ্যোগে এই ওয়ার্ডের মানুষের কল্যানে কাজ করার।আমার কয়েকটি ধাপে আমরা কাজ করবো।প্রথম ধাপে মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কয়েকটি স্থায়ী ডাস্টবিন করার উদ্যোগ নিয়েছি।যার কাজ চলমান আছে।এছাড়াও মৃত ব্যাক্তিদের গোসলের জন্য গৃহ নির্মানের উদ্যোগ নিয়েছি।যার কাজ চলমান রয়েছে।৭ নং ওয়ার্ড বাসীর পাশে থেকে নিয়মিত কাজ করে যাবে হাবিবুল্লাহ সামাজিক সংস্থা।
ফম/এমএমএ/

