চাঁদপুর: চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শনিবার (১২ অক্টোবর ) বিকাল থেকেই তিনি সদর উপজেলার ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন ও তাদের সার্বিক খোজ খবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় তিনি সদর উপজেলার বালিয়া ইউনিয়নের রাধা গবিন্দ মন্দির,মঠখোলা শিব বাড়ীয়া ঠাকুর বাড়ি সার্বজনীন দূর্গোৎসব মন্দির,রামপুর ইউনিয়নের বিভিন্ন মন্দির,শাহমাহমুদপুর ইউনিয়নের মন্দির ও বাবুরহাটের দূর্গা মন্দিরে পরিদর্শন করেন।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আপনারা মন খুলে আনন্দ করবেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য প্রার্থনা করবেন। আপনাদের যেকোনো সমস্যায় চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আপনাদের পাশে থাকবে। আপনারা নিজেরা কখনো নিজেদের সংখ্যালঘু হিসেবে পরিচয় দিবেন না। আপনারা সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী।
সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,সদর থানা বিএনপির সাংগঠনিক সস্পাদক আক্তার হোসেন সাগর,জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হেসেন গাজি,সাধারন সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/