চাঁদপুর: চাঁদপুরে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ, মূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল রোধকল্পে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ পিপিএম (বার)।
এতে পুলিশ সুপার ব্যবসায়ী নেতাদের সাথে বাজার নিয়ন্ত্রণ বিষয়ে তাদের বক্তব্য শুনেন এবং মতবিনিময় করেন।
সভায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের কার্যক্রম তুলে ধরা হয়। সাথে রমজান উপলক্ষে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে এ বিষয়ে জানান সহকারী পরিচালক নুর হোসেন রুবেল। এ রমজানে পুলিশের একটি বিশেষ টিমও এ বিষয়ে আলাদাভাবে কাজ করবে।
এছাড়াও সভায় কিশোর গ্যাং এর দৌরাত্ম্য কমানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। রমজান ও ঈদকে কেন্দ্র করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অর্থাৎ যানজট কমানোর বিষয়ে পরিকল্পনা নেয়া হয়েছে। সর্বোপরি আইনশৃংখলার যেন কোনরূপ ব্যাঘাত না ঘটে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/