
— যুবক অনার্য
১.
দুঃখ বুনি দুঃখ ফলাই
দুঃখ বিক্রি করে দুঃখের বীজ কিনি
দুঃখ বুনি ফলাই বিক্রি করি
দুখ ছাড়া আমার অন্য কোনো সুখ নাই
২.
জরি
তোমার সঙ্গে কারো মিল পেলে
তাকে ইতিহাস মনে হয়
৩.
চোখ ছুঁয়েছে চোখ
মন পারেনি মনকে ছুঁতে
দিঘল হলো শোক
৪.
ছেলেবেলায় কতোই না খেলাধুলা করেছি
বড়োবেলায় বেঁচে আছি
রাজাদের খেলাধুলার উপকরণ হয়ে
তবে কি ছেলেবেলায় আমিও রাজা ছিলাম!
৫.
নারী
এ কেমন বিষ পান করালে তুমি
যতোটুকু মরে যাই
বেঁচে থাকি তার চেয়ে বেশি
৬.
সবকিছুই তো বদলে যায়- আমি তুমি সে
দিনরাত্রির হামাগুড়ি নিঝাপ পাড়া মেঘলা দুপুর
সবকিছুই?ভালোবাসা, প্রেম?
সবকিছু।শুধু হৃদয়ের মাঝখানে
স্যাঁতসেঁতে ক্ষতটা বদলে গেলো না কিছুতেই!
৭.
তোমার চোখের দিকে চেয়ে মনে হয়
ভালোবেসে একদিন চিরদিন পুড়ে যাওয়া
বেদনার মতো কিছু নয়
থাক না বিষাদের কারাগার দীর্ঘ দুঃসময়
৮.
খুব কাছ থেকে দেখেছিলাম তাই দূরে সরে গেছি
৯.
ছেলেটি ফিরে আসেনি
মেয়েটি ছেলেটিকে খুঁজে খুঁজেও খুঁজে পায়নি
একদিন মেয়েটিও হারিয়ে গেলো
মেয়েটি শুধু জানতে চেয়েছিলো- ছেলেটি কি কোনোদিন একদিনও তাকে খুঁজেছিলো!
১০.
যে তোমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে
তোমার ভালো না বাসায় তার কিছু এসে যায় না
কারণ তার কাছে তুমি ছাড়া অন্য কিছু- কিছুই নয়