খেলাফত মজলিস হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

চাঁদপুর: বাংলাদেশ খেলাফত মজলিস হাজীগঞ্জ উপজেলা এবং পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর)  বিকেলে এ উপলেক্ষ্যে হাজীগঞ্জ বাজারস্ত এসএম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‌

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইদ্রিস।‌ প্রধান আলোচক ছিলেন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।

বাংলাদেশ খেলাফত মজলিশ হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মুফতি এনায়েতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা এহতেশামুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলম, অফিস সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ।

বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কোন বিকল্প নেই। আমরা যদি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি চাই তাহলে কোরআনের বিধান তথা খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশে খেলাফত ব্যবস্থা কায়েম হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য বৈষম্য বিরোধী সমাজ ও রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত হবে। তাই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি কর্মীকে ঘরে ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে হবে। মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আগামীর বাংলাদেশে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাই।

সভায় সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সকলের প্রস্তাব এবং সমর্থনের ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। হাজীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি হলেন মাওলানা ফয়সাল এবং সাধারণ সম্পাদক মাওলানা এহতেশামুল হক। হাজীগঞ্জ পৌর শাখার সভাপতি হলেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম