কচুয়ায় বলাৎকারের ঘটনায় শিক্ষক শ্রীঘরে 

কচুয়া (চাঁদপুর):  চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে অবস্থিত লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের হেফজ খানার ছাত্র (১০) কে বলাৎকারের ঘটনায় শিক্ষক সহিদুল ইসলাম সজিব (২৪) কে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ। আশ্রাফপুর ইউনিয়নের পনসাহী গ্রামের মোস্তফার ছেলে সজিব।
ঘটনা সূত্রে জানা যায়, কমপ্লেক্সেও ৬ষ্ঠ তলায় হেফজ খানার নির্যাতিত ছাত্র নাজেরানা শাখায় লেখাপড়া করত। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে ছাত্রের সাথে এ বলাৎকারের ঘটনা ঘটে। ছাত্রটি ব্যাথা যন্ত্রণা সহ্য করতে না পেরে পরের দিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কমপ্লেক্স থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ঘটনাটি তার আত্মীয় স্বজনকে জানায়। একই দিন বিকালে পরপরই ছাত্রকে হেফজ খানায় না পেয়ে শিক্ষক সজিব খুঁজতে  ছাত্রের বাড়িতে গেলে তার আত্মীয় স্বজন তাকে আটক করে থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষক সজিবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ছাত্রের চাচা মনু মিয়া বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২, তারিখ ১৯/০৯/২০২৩ইং।
 এ বিষয়ে হেফজ খানার এক শিক্ষক নাম প্রকাশে অনিচ্ছু  তিনি জানান, ওই ছাত্র কমপ্লেক্স থেকে পালিয়ে গেলে শিক্ষক সজিব তাকে বাড়ি থেকে আনার জন্য যায় এবং শুনেছি পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন, কচুয়া থানার ওসি (তদন্ত) মো: হারুনুর রশিদ । তিনি বলেন, শিশু নির্যাতন আইনে শিক্ষক সজিবকে চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
এ ঘটনায় ছাত্রের আত্মীয় স্বজন সহ এলাকাবাসী শিক্ষক সজিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম