হাজীগঞ্জে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) উপজেলা পরিষদ মিলনাতয়নে প্রশিক্ষনের সমাপনী দিনে উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এর আগে সোমবার উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনের প্রশিক্ষণে আলোচক হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান বানু।

গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক মো. শহীদুল্লাহ কাওসারের পরিচালনায় প্রশিক্ষণে গ্রাম আদালত, গ্রাম আদালতের শক্তি, এখতিয়ার (ধারা-৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৩১), আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা, তফসিলের প্রথম অংশ ফৌজদারী মামলা, দ্বিতীয় অংশ দেওয়ানী মামলা, আবেদনপত্র পরীক্ষা, গ্রহণ ও দাখিল, রিভিশন, আদেশনামা, সমন জারী, প্রতিবাদী কর্তৃক দাবি ও বিবাদ স্বীকার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও আদালতের এখতিয়ার (ধারা-৯, ১০, ১১, ১২, ১৪, ১৯, ২০, ২২, ২৫, ৩৪, ৩৫) প্রতিনিধি মনোনয়ন, আদালত গঠন, লিখিত আপত্তি, শুনানী প্রস্তুতি, অধিবেশন, শপথ, প্রাক বিচার, শুনানী মুলতবী, সাক্ষীকে সমন ইত্যাদি ক্ষেত্রে গ্রাম আদালতের ক্ষমতা, সিদ্ধান্ত চুড়ান্ত, আপিল, ডিক্রি রেজিস্টার, সিদ্ধান্ত কার্যকর, ক্ষতিপূরণের অর্থ প্রদান, জরিমানা, অর্থ আদায়ের পদ্ধতি, মিথ্যা মামলা দায়েরের জরিমানা, সাক্ষী অমান্য করলে জরিমানা, আদালত অবমাননা, জরিমানা আদায়ের রসিদ, মামলা দায়ের ও নিষ্পত্তির সময়সীমা বিষয়ে আলোচনা করা হয়।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম