
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনের প্রশিক্ষণে আলোচক হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান বানু।
গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক মো. শহীদুল্লাহ কাওসারের পরিচালনায় প্রশিক্ষণে গ্রাম আদালত, গ্রাম আদালতের শক্তি, এখতিয়ার (ধারা-৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৩১), আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা, তফসিলের প্রথম অংশ ফৌজদারী মামলা, দ্বিতীয় অংশ দেওয়ানী মামলা, আবেদনপত্র পরীক্ষা, গ্রহণ ও দাখিল, রিভিশন, আদেশনামা, সমন জারী, প্রতিবাদী কর্তৃক দাবি ও বিবাদ স্বীকার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও আদালতের এখতিয়ার (ধারা-৯, ১০, ১১, ১২, ১৪, ১৯, ২০, ২২, ২৫, ৩৪, ৩৫) প্রতিনিধি মনোনয়ন, আদালত গঠন, লিখিত আপত্তি, শুনানী প্রস্তুতি, অধিবেশন, শপথ, প্রাক বিচার, শুনানী মুলতবী, সাক্ষীকে সমন ইত্যাদি ক্ষেত্রে গ্রাম আদালতের ক্ষমতা, সিদ্ধান্ত চুড়ান্ত, আপিল, ডিক্রি রেজিস্টার, সিদ্ধান্ত কার্যকর, ক্ষতিপূরণের অর্থ প্রদান, জরিমানা, অর্থ আদায়ের পদ্ধতি, মিথ্যা মামলা দায়েরের জরিমানা, সাক্ষী অমান্য করলে জরিমানা, আদালত অবমাননা, জরিমানা আদায়ের রসিদ, মামলা দায়ের ও নিষ্পত্তির সময়সীমা বিষয়ে আলোচনা করা হয়।