মতলব উত্তরে সুজাতপুর বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির নবনির্বাচিত সভাপতি হয়েছেন বাজারের ব্যবসায়ী মোঃ রোকন মুন্সি, সহ-সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সজিব পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আলম, কোষাধ্যক্ষ আঃ হাকিম মৃধা।

গত ২ সেপ্টেম্বর রাতে সুজাতপুর বাজার প্রাঙ্গণে আয়োজিত কমিটি গঠন ও আলোচনা সভায় বাজারের সর্বস্তরের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের উপস্থিতিতে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

তারা জানান, বাজারের পুরোনো নিয়ম কানুন সংস্কার করে ব্যবসায়ীদের উন্নয়নে সুজাতপুর বাজারকে ঢেলে সাজানো হবে। ব্যবসায়ী ও ক্রেতাদের কল্যাণে সকলের সহযোগিতা নিয়ে কাজ করা হবে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম