চাঁদপুর শহরের যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন বিপ্লব গ্রেপ্তার

ছবিতে লাল গেঞ্জিপড়া অস্ত্র হাতে সাজ্জাদ। ফাইল ছবি।

চাঁদপুর :  চাঁদপুর শহরের বাসিন্দা সাজ্জাদ হোসেন বিপ্লব নামে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ২০২৪ সালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় মামলার আসামী হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে পুলিশ তাকে শহরের বাসস্ট্যান্ড এলাকার মাইক্রো ইলেক্ট্রনিক্স নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বিপ্লব শহরের পালপাড়া এলাকার মৃত হযরত আলী মাষ্টারের ছেলে।

জানাগেছে, বিপ্লব ছাত্র-জনতার আন্দোলনের সময় বাসস্ট্যান্ড এলাকায় থেকে আরো লোকজন নিয়ে ছাত্রদের ওপর নিয়মিত হামলা চালাত। ওই সময় তার হামলার ছবিও রয়েছে অনেকের কাছে সংরক্ষিত। ওই সময়ে তার হিংস্র আচরণ ও হামলার ঘটনায় ক্ষুব্ধ আন্দোলনকারী ছাত্ররা।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা (২০/২৪) মামলার আসামী হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে। এজহারভুক্ত আসামী না হওয়ায় তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়নি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. বাহার মিয়া বলেন, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম