মতলব উত্তর (চাঁদপুর): ডক্টরস এসোশিয়েন অব বাংলাদেশ (ড্যাব) এর ঢাকা মহানগর উত্তর এর সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ বিএনপিতে কোন চাঁদাবাজ সন্ত্রাসের ঠাঁই নেই। যারা চাঁদাবাজি বা সন্ত্রাসী করার ইচ্ছা আছে বিএনপিতে এমন কেউ থাকলে তারাও বেরিয়ে যান। গত ২৯ সেপ্টেম্বর রাতে মতলব উত্তর উপজেলায় দূর্গাপুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
চাঁদপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. সরকার শামীম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নির্দেশ দিয়েছেন তাই আমাদের সাথে কোন সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ রাখি নাই। আর কোন দিন রাখবোও না। আমি শান্তিপ্রিয় মানুষ তাই সাধারণ মানুষের শান্তিটাই চিন্তা করি। আর আমি যদি কখনো সুযোগ পাই মতলবের মানুষ শান্তিতে থাকবে।
তিনি বলেন, চলমান দূর্গাপুজা ঘিরে যদি কেউ অশান্তি সৃষ্টি করে তাহলে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সে যে-ই হোক না কেন। মুসলমান বা হিন্দু যেই ধর্মই হোক না কেন সবাই শান্তিপূর্ণ ভাবে ধর্ম পালনের বিধান রয়েছে। সবশেষে আমরা বাংলাদেশী। আমাদের মধ্যে কোন বিভেদ থাকতে পারে না। সখ্যালঘু বা সংখ্যাঘরিস্ট সেটা কোন কথা নয়, কথা হচ্ছে আমরা সবাই বাঙালী।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মেজবাহ উদ্দিন মেজু, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী, কলাকান্দা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফিক আজিম মিশু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা।
ফম/এমএমএ/