পূজা শেষ না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে

চাঁদপুর: শারদীয় দুর্গাপুজার অষ্টমীতে চাঁদপুর শহরের প্রায় ২৮টি পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)  বিকেলে থেকে রাত পর্যন্ত তিনি শহরের নতুন বাজার ও পুরাণ বাজারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।  এ সময় পুজারী ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বিভিন্ন পুজা মন্ডপ পরিদশনকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা স্বাচ্ছন্দভাবে পূজা করবেন। আপনাদের পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা সহ আমাদের নেতা কর্মীরা আপনাদের পাশে রয়েছেন, আপনাদের দায়িত্ব রয়েছি।  আমরা যেমন ঈদ সুন্দর ভাবে পালন করি তেমনি আপনারা সর্ববৃহৎ দূর্গা পূজাটি   স্বাচ্ছন্দ্যভাবে পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, ফেরদৌস আলম বাবু,পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির  কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যাক্ষ স্বামী  স্থিরাত্মানন্দ জি মহারাজ, ও আশ্রমের স্বামী শুভালালা নন্দ, পালপাড়া শীতলা মায়ের পুজা মণ্ডপের সভাপতি নিমল পাল, সেক্টেটারি সঞ্জয় কুন্ড, প্রতাপ সাহা এলাকার দুগা মন্দিরের সভাপতি মাখন লাল, লোকনাথ ব্রম্মচারি মন্দিরের ভারপ্রাপ্ত সেক্টেটারি  কেশব দাস,নতুনবাজার গোপাল জিওর আখরা মন্দিরের সিনিয়র সহ- সভাপতি চিররঞ্জন রায়, সাধারন সম্পাদক বাপ্পি, প্রচার সম্পাদক সুমন সরকার জয়।কদমতলা অকালবোধন দুগাপুজা কমিটির আহবায়ক কুমার বিশ্বজিত অপু, সদস্য সচিব গনেশ ঘোষ,গুহবাড়ী পুজা মন্দির কমিটির সভাপতি অনুপ গুহ,  কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবতী, পুজা উৎসব কমিটির আহ্বায়ক  অ্যাড. প্রভাস সাহা, পুরানবাজার হরিসভা সাবজনীন পুজা কমিটির সাধারন সম্মাদক শম্ভুনাথ সাহা, পুরান বাজার হরিজন পজা মন্ডপেরব সভাপতি মুিঠুন হরিজন, সেক্রেটারি সঞ্জয়, বারোয়ারি পুজা কমিটির সেক্রেটারি মানিক লাল সাহা,  আখরা কমিটির সেক্রেটারি শিমুল সাহা, পানগোল্লার ভীম, রনিজত দাসের বাড়ী পুজা সভাপতি বিটু দে, কার্তিক সাহার বাড়ি পূজা মন্ডপের  অনু, বিনু, মেরকাটিজ রোড নবতারা পুজা মন্ডপের সেক্টারি কাকন, মৈশাল বাড়ী দুগাপুজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রতাপ কমকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপনসহ  বিভিন্ন পূজা মন্ডপের কমিটি নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ফম/এমএমএ/

এসএম সোহেল | ফোকাস মোহনা.কম