মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলবতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে দ্রব্যমূল্য মনিটরিং করেছেন ছাত্র জনতা।
সেই সাথে প্রত্যেক ব্যবসায়ীকে নিয়ম মেনে ব্যবসা করতে বলা হয় এবং কাউকে কোনরকম চাঁদা দিতে নিষেধ করা হয়। যদি কেউ চাঁদা নিতে আসে তাহলে সাথে সাথে ছাত্র জনতাকে খবর দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানান ছাত্র জনতা।
রবিবার (১১ আগস্ট) বেলা ১২ টার সময় সুজাতপুর বাজারের অলিগলিতে ঘুরে ঘুরে এ কার্যক্রম চালানো হয়েছে। মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা জনসাধারণের সহায়তায় এ কর্মসুচী পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, আঃ মতিন সরকার, মুজাহিদুল ইসলাম মান্নু, কবির বেপারী, মামুনুর রশিদ, সজিব হোসেন, সাইফুল খান সহ আরো অনেকে।
তাদের এই কর্মসূচীকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি দোকানে দ্রব্যমূল্য তালিকা টানানোর জন্য অনুরোধ করা হয়।
ফম/এমএমএ/