
চাঁদপুর : ‘শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্যে করবো কাজ’ এ প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরআগে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অতিথিরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুদের কথা আগে শুনুন। তারপর শিশুদের বলার মধ্যে ভালো ও মন্দ দিক দুটোই বলুন। তখন শিশু তার কথা বলার মধ্যে ভালো খারাপটা বুঝতে পারবে। শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হলে তাদের অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে।
জেলা প্রশাসক বলেন, যারা পথশিশু রয়েছে তাদের নিয়েও আমাদের প্রোগ্রাম করা উচিত। অনেক শিশু রয়েছে যারা লেখা-পড়া ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে নিয়ে কাজ করতে হবে। শিশুর অধিকার নিয়ে একটা গন্ডিকে আলোচনা নয়, সকলে জানাতে এবং জানতে হবে।
তিনি আরো বলেন, বাবা-মা’রা শিশুদের যতই ভালোবাসুক। কিছু কিছু বাবা-মা’র দ্বারাও নির্যাতিত হয়। এজন্যে বাবা-মায়েদের নিয়ে অভিভাবক সমাবেশ করা উচিত। সেক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান ডিসি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফারজানা হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ। এসময় শিশুদের পক্ষ থেকে বক্তব্য দেন মুহতাদি শাফী ও তাসপিয়া আক্তার।
পরে একই স্থানে ছোট ছোট শিশুদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা তাদের অধিকারগুলো তুলে ধরেন।
ফম/এস.পলাশ/এমএমএ/