মতলব উত্তরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাউরী একাদশ চ্যাম্পিয়ন

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচানী যুবসমাজের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০২৫ এর মেঘা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে পাঁচানী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। ফাইনাল খেলায় টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয় নাউরী একাদশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, আয়োজক কমিটির মধ্যে, মুরাদ বেপারী, কবির সরকার, মাসুদ আলম সরকার, ওমর আলী, এনামুল হক, সবুজ বেপরী, সাদ্দাম মুন্সি, রবিন সরকার, মুরাদ সরকার প্রমুখ।

খেলায় ৩০ মিনিট করে ৬০ মিনিটের ম্যাচে কোন দল গোল সংগ্রহ করতে পারে নি। পরে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে এখলাছপুর ব্রাদার্স একাদশকে হারিয়ে নাউরী একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন দলের মাঝে গোল্ডকাপ ট্রফি ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কর বিতরণ করেন অতিথিরা।

ফম/আরাফাত/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম