ভোটকেন্দ্র স্থানান্তরের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জে গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৫০নং লাউতলী ডা. রশীদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (৫অক্টোবর) বিকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লাউতলী ডা. রশীদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় রাজনীতিবিদ ও সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ শাহজাহান বেপারী, খোরশেদ আলম মুহুরি, ব্যাংকার মো. আশিকুর রহমান, ছাত্রদল নেতা হৃদয় দেওয়ান, সাবেক বিজিবি সদস্য হুমায়ুন কবির, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবক রিয়াদ আখন্দ, উপজেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য রিয়াদ হোসেন, ব্যবসায়ী শরিফ হোসেন ও প্রবাসী মাহবুব আলম পলাশ ।

বক্তারা বলেন, গত তিন দশক ধরে এই কলেজ কেন্দ্রে শান্তিপুর্ণ ভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। ওয়ার্ডের এই অংশে ভোটার সংখ্যা ২হাজার ৮শতাধিক। অন্যদিকে কুচক্রী মহল যেখানে ভোট কেন্দ্র স্থানান্তর করতে চাচ্ছে, সেখানে প্রায় ৩শত ভোটার। তাই তাদের এই চক্রান্ত কোন ভাবেই সফল হতে হতে দেয়া যাবে না। আমরা তাই আজ এই ভোট কেন্দ্রে স্থানান্তর চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। যেখানে দলমত নির্বিশেষে সকল মানুষ অংশ নিয়েছে।

আমাদের দাবি একটাই জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র এখাানেই থাকতে হবে। প্রয়োজনে নিরাপত্তা ও বৃহৎজনগোষ্ঠীর স্বার্থে স্থানীয় নির্বাচনও এখানে করার দাবি জানাচ্ছি।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম