
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ‘দাতা সদস্য’ পদে বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হলেন তরুন সমাজ সেবক ও উদ্যোক্তা মো. জিয়া উদ্দিন মজুমদার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ওই বিদ্যালয়ের ‘দাতা সদস্য’ পদে মনোনয়নপত্র আহবানের শেষ দিনে তিনি এ পদে বিনা প্রতিদদ্ধিতায় নির্বাচিত হন।
জিয়া উদ্দিন মজুমদার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মো. সিরাজুল ইসলামের কনিষ্ঠ সন্তান ও তার বড় ভাই মো. মহিউদ্দিন মজুমদার কচুয়া উপজেলা যুবদলের আহবায়ক। তিনি সাচার রেনেসাাঁ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি, সাচার বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী ও কচুয়া থেকে নিয়মিত প্রকাশিত ‘সাপ্তাহিক শিকড় সংবাদ’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করছেন।
উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ‘দাতা সদস্য’ পদে বিনা প্রতিদদ্ধিতায় নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় জিয়া উদ্দিন বলেন, আমি সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০০৪ সালের সাবেক শিক্ষার্থী ছিলাম। এ বিদ্যালয়ের সর্বকনিষ্ঠ দাতা সদস্য পদে বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তা’আলার প্রতি লাখো শোকর জ্ঞাপন করছি একই সাথে বিদ্যালয়ের একাডেমিক উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে সকলের পরাপর্শে কাজ করতে দোয়া ও সহযোগিতা চাই। এদিকে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ‘দাতা সদস্য’ পদে মো. জিয়া উদ্দিন মজুমদার বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ।
ফম/এমএমএ/