
চাঁদপুর: জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সাংস্কৃতিক পরিবেশনা ৫ মার্চ, রবিবার,বিকাল ৪ টা ৩০ মিনিটে চাঁদপুরের শিল্পকলা একাডেমি মঞ্চে অনুষ্ঠিত হয়। ৮ ম বারের মতো স্বরলিপি নাট্যগোষ্ঠীর আয়োজনে এ উৎসব ।
অনুষ্ঠানের শুরুতেই জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেন সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে সাংস্কৃতিক পরিবেশনা হয়। এর আগে স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এম আর ইসলাম বাবু স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংগীতশিল্পী শাহিন খান এর তত্ত্বাবধানে সংগীত পরিবেশন করেন, স্বজন সাহা,শিপন খান, সানজিদা ইয়াসমিন জান্নাত,মো. সাকিল, তাশফিয়া ফাওমি, তানভীর হোসেন, মানিক খান, হৃদিকা দাস, সারা তাবাসসুম জীবা।
আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী দিপান্বিতা দাস।
ফম/এমএমএ/