চাঁদপুর: ঢাকা রাওয়া ক্লাব ও চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মীদের মাঝে নগদ অর্থ ও উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে সাংস্কৃতিক কর্মীদের মাঝে নগদ অর্থ ও উপহার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রে. (অব) এম এ ওয়াদুদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, অনেকেই বড় বড় কথা বলে আসলে বাস্তবায়িত হয় কতটুকু তা দেখার বিষয়। বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় আমরা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলাম, তখন অনেক মূল্যবান ব্যক্তিদের আমরা হারিয়েছিলাম। বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় যেমন যুদ্ধে গিয়েছিলাম ঠিক তেমনিই বঙ্গবন্ধুর সংস্পর্শে জনগণের পাশে এসে দাঁড়ানোর অনুপ্রেরণা পেয়েছি।
তিনি আরো বলেন, ২০২২ সালের মুক্তিযুদ্ধের বিজয় মেলাকে ’৭১ এর মুক্তিযুদ্ধের মত লেগেছিলো। বিজয় মেলার সবচাইতে বড় শক্তি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সদস্য শহিদ পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীসহ জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ফম/এস.পলাশ/এমএমএ/