পদোন্নতি পাওয়ায় ডা. তাবেন্দাকে এনডিএফের সংবর্ধনা

চাঁদপুর:  ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের গাইনি এন্ড অবস্ বিভাগের প্রধান ডা. তাবেন্দা আক্তার সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের ডানপন্থী ডাক্তার সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ অন্যান্য সুপার মার্কেটে রেডসিলি চাইনিজ এণ্ড রেষ্টুরেন্টে সংগঠনের চাঁদপুর জেলা শাখা এই সংবর্ধনার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা এনডিএফ সভাপতি বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সালেহ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. ওয়ালিউর রহমান মজুমদার, এনডিএফ চাঁদপুর জেলা সেক্রেটারি ডা. মহিবুর রহমান সাদাত সহ জেলা এনডিএফের অন্যান্য নেতারা।

উল্লেখ্য, ডা. তাবেন্দা আক্তার বেশ কয়েকবছর চাঁদপুর জেলা সদর হাসপাতালসহ প্রাইভেট হাসপাতালে অত্যন্ত সুনামের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম