জাতীয় চ্যাম্পিয়নশিপ : নরসিংদীর সাথে গোল শূন্য ড্র করলো চাঁদপুর জেলা

চাঁদপুর: জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব ৩২ জেলা দলের প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার (৫ অক্টবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চাঁদপুর জেলা বনাম নরসিংদী জেলা দল।

৯০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র হয় ম্যাচটি। কর্দমাক্ত মাঠে উভয় দলেই আপ্রাণ চেষ্টা করে গোল করার জন্য। কিন্তু ভাগ্য কোন দলের জন্যই সহায় হয়নি। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নরসিংদীর ১০ নাম্বার জার্সিধারি খেলোয়াড় জাভেদ খান। ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন জামিউল হিকমা।

খেলা পরিচালনা করেন ঢাকার রেফারি নাছির উদ্দিন। ম্যাচ কমিশনার ছিলেন তাজুল ইসলাম।

বিপুল সংখ্যক দর্শক চাঁদপুর বনাম নরসিংদী জেলার ফুটবল প্রতিযোগিতা উপভোগ করেন। নরসিংদীর হোম ম্যাচে ১২ অক্টোবর ফের মুখোমুখি হবে দুদল। সেখানেই ভাগ্য নির্ধারণ হবে পরবর্তী রাউন্ডে কারা যাবে।

ফম/এমএমএ/

কে এম সালাহউদ্দিন | ফোকাস মোহনা.কম