চাঁদপুরের কাছে ২-১ গোলে হেরেছে কিশোরগঞ্জ জেলা ফুটবল দল

তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ

কিশোরগঞ্জ জেলা ফুটবল দলের সাথে জয়লাভকারী চাঁদপুর জেলা ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

চাঁদপুর:  কিশোরগঞ্জ উপজেলা মাঠে চাঁদপুর জেলা ফুটবল দলের কাছে ২-১ গোলে হেরেছে কিশোরগঞ্জ জেলা ফুটবল দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজনে তারুন্য  উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় কিশোরগঞ্জের সাথে প্রথম খেলায়  জয় লাভ করে চাঁদপুর। আগামী ২১ সেপ্টেম্বর বিকাল ৩ টায় চাঁদপুর স্টেডিয়ামে পুনরায় চাঁদপুর জেলা দলের সাথে খেলতে নামবে কিশোরগঞ্জ জেলা ফুটবল দল।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ উপজেলা মাঠে রোববার খেলতে নামে স্বাগতিক দল সহ চাঁদপুর জেলা ফুটবল দল। খেলা শুরু হওয়ার ৬ মিনিটের সময় চাঁদপুরের পক্ষে সেজান প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ১-০ গোলে।  খেলার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেন্লাটি  শটে গোল করে কিশোরগঞ্জ। প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হয়।

খেলার দ্বিতীয়তে দু দলই গোল করে এগিয়ে নেয়ার  চেষ্টা করে।  খেলা শেষ হওয়ার  অল্প সময় বাকি থাকতেই  চাঁদপুর জেলা দলের শাহ আলমের গোলে এগিয়ে যায়। চাঁদপুর ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন।

চাঁদপুর জেলা ফুটবল দলের কোচ আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গির গাজীর  সাথে আলাপ কালে  তারা জানায় দলের সকল ফুটবলারই খুব ভালো খেলা খেলেছেন।  শুরু থেকেই দলের খেলোয়াড়দের লক্ষ্য  ছিল কিশোরগঞ্জের সাথে জয়লাভ করা।  ছেলেরা ভালো খেলার কারণে আমরা জয় পেয়েছি।  আগামী ২১ শে  সেপ্টেম্বর যেন  নিজ জেলাতে কিশোরগঞ্জের সাথে জয়লাভ করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই ।

চাঁদপুর জেলা ফুটবল দলের খেলোয়াড়রা হলেন : সাকিব, সাইফুল, আলমগীর, আমানুল্লাহ, সাইফ, তাওহিদ, সাইফুল শেখ, নাজমুল, আব্দুল্লাহ, জুবায়ের, রাব্বি, হৃদয় মিজি, ইউসুফ , ইয়াসিন, রহিম, ওমর সানি, মানিক,  ইসমাইল,  রাশেদ ও তরুণ। টিম ম্যানেজার জিন্নাহ।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম