চাঁদপুরে ৮ দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

চাঁদপুর :  চলমান শিক্ষক আন্দোলনের সমর্থনে ও ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে শহরের পুরাতান বাসস্ট্যান্ড এলাকায় থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এরপর এই সংগঠনের নেতারা তাদের ৮ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

এ সময় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হারুন অর রশিদসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মনে করে একটি জাতিকে গঠন করতে হলে তার শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন হওয়া চাই। স্বাধীনতার পর থেকে একটি টেকসই যুগোপযোগীশিক্ষা নীতিমালা ও কারিকুলাম প্রণয়ন ছিল একটি মৌলিক কাজ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বিপ্লব পরবর্তী মানুষের চাহিদা, আশা আকাঙ্খা ও যুগোপযোগী শিক্ষ ব্যবস্থা প্রনয়ণের জন্য তাগিদে উক্ত সংস্থার প্রস্তাব ও দাবীসমূহ উপস্থাপন করছে।

ফম/এমএমএ/

মো. মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম