অনুষ্ঠিত হলো চাঁদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

চাঁদপুর:  উৎসবমুখর এবং সুশৃংখল পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে চাঁদপুরে বৃত্তি পরীক্ষা-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ) সকাল ১০টায় সারা দেশের ন্যায় চাঁদপুর জেলার ৮ উপজেলায় একযোগে এ পরীক্ষা কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সূত্রে জানা যায়, এ বছর চাঁদপুরজেলার ৮ উপজেলায় ১৩টি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৬ শতাধিক কিন্ডার গার্টেনের নার্সারি থেকে ৫ম শ্রেণির প্রায় ৮৩৮৬ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।
এরমধ্যে চাঁদপুর সদর উপজেলার ২টি কেন্দ্রে ১৭৯৮জন, হাজীগঞ্জ উপজেলার ৩টি কেন্দ্রে ২০৯৪ জন, ফরিদগঞ্জ উপজেলার ২টি কেন্দ্রে ১৩৭৫ জন, মতলব উপজেলার ২টি কেন্দ্রে ৯৯৯, হাইমচর উপজেলার ১টি কেন্দ্রে ৬৭৯জন, শাহরাস্তি উপজেলার ১টি কেন্দ্রে ৭৫২জন, কচুয়া উপজেলার ২টি কেন্দ্রে ৬৮৯পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্রর সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নূর খান, উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলার শাখার সভাপতি গোলাম হোসেন টিটো, সহ-সভাপতি মাহমুদা খানম, আইবি হীরা, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, চাঁদপুর সদর উপজেলার আল আমিন একাডেমী ছাত্রী শাখা কেন্দ্রের সদস্য সচিব কবিতা সাহা, যুগ্ম সচিব আবুল কালাম আজাদ,  সদস্য শতাব্দী আচার্জ, মোবাশ্বেরা খাতুন রানী, ফারহানা ইভা, লেডি প্রতিমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সদস্য সচিব আবুল বাশার, যুগ্ম সদস্য সচিব ফজলুল রহমান রুবেল প্রমুখ।

হাজীগঞ্জ উপজলার কেন্দ্র -১ কেন্দ্র নির্বাহিত হিসেবে মো. শাহজাহান, কেন্দ্র সচিব টুটুল ভদ্র, হল সুপার মো. ইব্রাহীম মির্জা, কেন্দ্র -২ নির্বাহী হিসেবে মো. আক্তার হোসেন মজুমদার, কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ মজুমদার, হল সুপার মো. আবুল ফারাহ্ মজুমদার, কেন্দ্র-৩ নির্বাহী হিসবে মো. এনায়েত হোসেন মজুমদার, হল সুপার মো. শফিকুর রহমান, হল সুপার মো. বজলুল ইসলাম। কচুয়া উপজেলায় নির্বাহী হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক কাজী মো. নরুল ইসলাম, কেন্দ্র সচিব অধ্যক্ষ আল্লামা শাহ মোহাম্মদ জাকিরউল্লাহ্, হল সুপার মোহাম্মাদ আলী।

মতলব উপজেলায় কেন্দ্র নির্বাহী হিসেবে ফারুক আহম্মেদ বাদল, কেন্দ্র সচিব আব্দুর রব, হল সুপার মো. মোস্তফা কামাল। ফরিদগঞ্জ উপজেলার দুইটি কেন্দ্রে কেন্দ্র নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক শাহমুব জুয়েল ও স্বজন দাসগুপ্ত, কেন্দ্র সচিব রেজাউল করিম মাসুদ, হল সুপার মাও. মো. জাকির হোসেন। শাহরাস্তি উপজেলায় কেন্দ্র নির্বাহী হিসেবে মাও. বিল্লাল হোসেন, কেন্দ্র সচিব মো. আলী আজগর মিয়াজী, হল সুপার মো. তাহের সুমন। হাইমচর উপজেলায় কেন্দ্র নির্বাহী হিসেবে মৃদুল কান্তি দাস, কেন্দ্র সচিব মো. তাজুল ইসলাম, হল সুপার মাওলানা মো. হাফিজুর রহমান।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম