
কচুয়া (চাঁদপুর): কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
শনিবার (৪ জানুয়ারি) দিনব্যাপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই কম্বল বিতরন করেন। এইদিন সাচার, বিতারা,পাথৈর,দেবপুর,পালাখাল, রহিমানগর, কড়ইয়া সহ ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল দেওয়া হয়। এসময় ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান সহ সবাইকে শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসা উচিত।
বিতরণকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত,উপজেলা কৃষি কর্মকর্তা মো.মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপার ভাইজর মোহাম্মদ সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/