ইকরা মডেল একাডেমির শিক্ষক-অভিভাবক ও ম্যানেজিং কমিটির মতবিনিময়

চাঁদপুর: চাঁদপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমির মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের লেখাপড়া সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষক, অভিভাবক এবং ব্যবস্থাপনা কমিটির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে শহরের ওয়ারলেস এলাকাস্থ ইকরা মডেল একাডেমির হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তার।
মতবিনিময় সভায় সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত, পরামর্শ, পাঠদান বিষয়ক সমস্যা ও তার সম্ভাব্য সমাধান বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। পাশাপাশি অভিভাবকদের বাস্তবভিত্তিক এবং প্রাণবন্ত আলোচনা শিক্ষা কার্যক্রম বেগবান করার জন্য সুস্পষ্ট পরামর্শ গ্রহণ করে সংশ্লিষ্ট বিষয়ক শিক্ষক ও গাইড শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সহকারি প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার ও নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান ফুয়াদ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটোর নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দাবী, পরামর্শ শুনে শিক্ষকগণকে তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সরকারিভাবে টাইফয়েড টীকা প্রদান কার্যক্রমকে সফল করার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম