চাঁদপুর : ‘নাটক মোদের অহংকার নাটক, নাটক হোক সমাজ গড়ার হাতিয়ার’ এই স্লোগান নিয়ে চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট অরুপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের গৌরবের ২২ বছর পদার্পণ উপলক্ষে আবুল কালামের সম্পাদনায় ও সাধন চন্দ্র দত্তের নির্দেশনায় নাটক ‘গুনাই বিবি’ মঞ্চস্থ হতে যাচ্ছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২২ বছরপূর্তি উপলক্ষে এ নাটকের মঞ্চস্থ করা হবে বলে জানানো হয় অরুপ নাট্যগোষ্ঠীর কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
অরুপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের সভাপতি শেখ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কেন্দ্রীয় পরিষদ সদস্য (চট্টগ্রাম) শহিদ পাটোয়ারী।
অনুষ্ঠানে চাঁদপুরের সকল সাংস্কৃতিক ও নাট্যমনা সূধীজনদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ করে অরুপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
ফম/এস.পলাশ/