আগামীর বাংলাদেশ আমরা পরিকল্পনা করে গড়তে চাই: এডিসি মোস্তাফিজুর রহমান

চাঁদপুর : চাঁদপুর জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) সকালে চাঁদপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, দূর্যোগকালীন বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে। শিখে রাখা ভালো তবে সাবধানতার সাথে। আমরা বাংলাদেশে অনেক দূর্যোগ দেখেছি। তবে অতীতের তুলনায় আমরা দুর্যোগ মোকাবেলায় এখন প্রস্তুত থাকি এবং মোকাবিলা করে থাকি।

এডিসি আরো বলেন, শুধু প্রাকৃতিক দূর্যোগ নয় কৃত্রিম দুর্যোর্গের শিকারও আমরা হচ্ছি। বিভিন্ন দালান কোঠা ভেঙ্গে পড়ছে। মানুষের পরিকল্পনাবিহীন কাজে অনেক মানুষকে দুর্যোগের দিকে ঠেলে দিচ্ছে। মানবসৃষ্ট দুর্যোগের কারনে অনেক মানুষ মারাত্মক বিপদের সম্মুখীন হচ্ছে। আগামীর বাংলাদেশ আমরা পরিকল্পনা করে গড়তে চাই। সকল ধরনের দুর্যোগ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবো।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ্ণ দেবনাথসহ অন্যান্য অতিথিরা।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম