মতলব উত্তর (চাঁদপুর): বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড হাঁপানিয়ায় গ্রামে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাগানবাড়ি ইউনিয়ন ৮ নং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মিলাদ ও দোয়া আয়োজন করে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও দোয়া চান মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন। এসময় তিনি বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই সংটাপন্ন অবস্থায় আছেন। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। বাংলাদশের প্রয়োজনে খালেদা জিয়াকে সুস্থ হওয়া জরুরী। তাই সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন।
মনজুর আমিন স্বপন আরো বলেন, রাজসিক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন। পৃথিবীতে এমন রাজসিক প্রত্যাবর্তন কখনো হয় আর হবেও না বলে আমি মনে করি। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে। এমন জনপ্রিয়তা যাতে তিনি ধরে রাখতে পারেন সেজন্য আমাদের নেতা তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন।
বিএনপি নেতা আইয়ুব আলী বেপারীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ এর পরিচালনায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মিয়া নাদিম, সহ সভাপতি শাহাদাত হোসেন, সহ- ধারণ সম্পাদক মিয়া নাসির, কোষাধ্যক্ষ মোঃজয়নাল, ছাত্রদল নেতা সজিব, সাব্বির, সেচ্ছাসেবক দল নেতা মামুন, আল আমিন, সিদ্দিক সহ আরো অনেক নেতাকর্মী ও মুসল্লিগণ।
ফম/এমএমএ/


