
চাঁদপুর: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাঁদপুর সদর উপজেলা কর্তৃক আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: নুরুল ইসলাম পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী বলেন, আনসার ভিডিপি কর্মকর্তা ও আয়োজক কারীদের কাছে কৃতজ্ঞ এখানে প্রশিক্ষণেরর আয়োজন করায়। এখানে যারা দশ দিনব্যাপী নিরলসভাবে প্রশিক্ষণ দিয়েছেন সেই সকল প্রশিক্ষকবৃন্দগনকে ধন্যবাদ জানাই। প্রশিক্ষনার্থীরা এই দশ দিনব্যাপী সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়েছো, তাই তোমাদেরকেও ধন্যবাদ। দল নেতা সোহাগ গাজী যথেষ্ট ভূমিকা রেখেছে প্রশিক্ষনের জন্য। তোমরা যে প্রশিক্ষণ নিয়েছো তা তোমাদের ভবিষ্যৎ জীবন ও কর্মজীবনে সুফল আনবে। সামনে জাতীয় নির্বাচন, তোমরা নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে। তোমাদের এ প্রশিক্ষণ আগামী দিনে কাজে লাগবে। তোমরা একটি সনদ পাবে, যা তোমরা চাকরি ও কর্মজীবনে কাজে লাগাতে পারবে।
তিনি বলেন, আমি জেনেছি উপজেলা নির্বাহী অফিসার ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয় এখানে তোমাদের ট্রেনিং দিয়েছেন। তোমরা ভালোভাবে ট্রেনিং নিয়েছো। আজকের অনুষ্ঠানের সভাপতি উপজেলা আনসার কর্মকর্তা নুরুল ইসলাম পাঠান ভাই যথেষ্ট মানবিক ও আন্তরিক, ধৈর্যশীল ব্যক্তি। তিনি অনেক আন্তরিকতার সাথে তোমাদের প্রশিক্ষণ করিয়াছেন। আমি উনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তোমাদের ভূমিকা রাখতে হবে। তোমরা প্রযুক্তির সাথে থাকতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এ প্রত্যাশা করি। আজ এখানে যে আনসার ভিডিপি প্রশিক্ষন নিয়োছো, তা খুবই গুরুত্বপূর্ন একটি প্রশিক্ষন। আইনশৃঙ্খলা রক্ষার্থে আনসার সদস্যরা খুবই গুরত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রাজিয়া সুলতানা, চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো: শরীফ উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, শাহমাহমুদপুর ইউনিয়ন আনসার ভিডিপি দল নেতা মো: সোহাগ গাজী।
অনুষ্ঠানে ১০দিনব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট (সনদ) বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: নুরুল ইসলাম পাঠান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী মো: তানভীর মিজি।
জানা যায়, গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণে সর্বমোট ৮১জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে পুরুষ ৪২জন, মহিলা ৩৯জন। ৮১জনকে সনদ প্রদান করা হয়।
ফম/এমএমএ/

