হাজীগঞ্জ (চাঁদপুর): ধানের শীষের বিজয় নিশ্চিতকরণ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের কংগাইশ দক্ষিণ পাড়ায় ইঞ্জি. মমিনুল হকের সমর্থনে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনামলে ইঞ্জি. মমিনুল হক তাঁর সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে সকল আন্দোলন-সংগ্রামে, হামলা-মামলা ও নিপীড়ন-নির্যাতনের শিকার নেতা-কর্মীদের পাশে প্রত্যক্ষ ও একমাত্র অভিভাবক হিসেবে ছিলেন। অর্থ্যাৎ দলের দুর্দিনে তিনি ছাড়া আমাদের পাশে কেউ ছিলো না।
তিনি বলেন, সুতরাং মামলা-হামলা ও জেল-জুলুমে যিনি নির্যাতিত কর্মীদের পাশে ছিলেন, আমরা তাকেই চাই। কারণ, যিনি দুর্দিনে আমাদের সঙ্গে ছিলেন, সু-দিন আসলে তার কাছ থেকেই আমরা সবচে বেশি সেবা পাবো বলে আশা ও বিশ^াস রাখি। তাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা ইঞ্জি. মমিনুল হকের পাশি আছি এবং থাকবো।
পৌর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মুন্সী, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি শাহআলম মজুমদার দুলাল, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ রানা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মজুমদার, বিএনপি নেত্রী নাজমা আক্তার, যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান পলাশ।
এসময় আরো বক্তব্য রাখেন, ছাত্রদলের সভাপতি শান্ত মজুমদার, সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। বৈঠকে পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, মামুন মোল্লা, ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ, জানেআলম, মফিজুল ইসলাম রতন, মীর হোসেন, যুবনেতা রবি, লিটন, মাহবুব, কাউছার, স্বেচ্ছাসেবক নেতা নুর মোহাম্মদ সবুজ, সুমন মোল্লা ও রায়হান’সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

