শাহরাস্তিতে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন সভা

শাহরাস্তি (চাঁদপুর): টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রহিম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনির হোসেন, যুবদলের আহবায়ক মো. আলী আসগর মিয়াজী, হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সঞ্জীব কুমার সেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আবুল বাসার, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফায়দুল্লাহ মিয়া।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, যার টিকার মাধ্যমে জনগণের মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তাই এ কর্মসূচিকে সফল করতে সমাজের সব শ্রেণির মানুষকে সহযোগিতার হাত বাড়াতে হবে।
সভায় জানানো হয়, গত ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত এক মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপজেলার সকল এলাকায় চলমান রয়েছে।ক্যাম্পেইনের প্রথম দুই সপ্তাহ স্কুল পর্যায়ে টিকাদান সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে টিকা কার্যক্রম চলমান রয়েছে।
ইতোমধ্যে শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ৫৩ হাজার ৩ শত ৯ জনকে টিকা দেয়া হয়েছে। যার অর্জন লক্ষ্যমাত্রার ৯৪ শতাংশ।
এ কার্যক্রমকে সফল বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। সভা শেষে উপস্থিত অতিথিরা টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন এবং সবাইকে এই গণটিকাদান কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম