মতলব উত্তরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গলে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, ধনাগোদা হাইস্কুর এন্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল আলম, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্র্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, শরীফ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ উল্লাহ, নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম