মতলব উত্তরে বিদ্যালয়ের জমিতে জোরপূর্বক দোকান নির্মাণের অভিযোগ!

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের চর-চারআনী দিয়ারা মৌজার ৮৯৬ দাগে শরিফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের জায়গায় জোরপূর্বক দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে সটাকী বাজার এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য লাদেন সরকার প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা যখন জানতে পারলাম বোরহান সরকারের নেতৃত্বে নিক্সন সরকার স্কুলের জায়গায় জোরপূর্বক দোকান নির্মাণ করছেন, তখন বাধা দিই। কিন্তু তারা আমাদের কথা শোনেনি, বরং হুমকি-ধামকি দিচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ যাতে স্কুলের জায়গা দখল করে কেউ দোকানপাট নির্মাণ করতে না পারে।

বোরহান সরকার দাবি করছেন যে জায়গাটি তাঁদের পূর্বপুরুষদের সম্পত্তি এবং বহু বছর ধরে তাঁদের দখলে রয়েছে। তিনি বলেন, অনেক আগেই আমরা এই জায়গা দখলে রেখেছি। কিছুদিন আগে সার্ভে করে দেখি আমাদের জায়গাকে অন্যত্র দেখানো হচ্ছে। আমি নিক্সন সরকারকে বলেছি অন্য জায়গায় দোকান নির্মাণ করতে।

অন্যদিকে দোকান নির্মাণকারী নিক্সন সরকার দাবি করেন, তিনি বোরহান সরকারের সঙ্গে যোগাযোগ করেই দোকান নির্মাণ করছেন। তিনি বলেন, এখানে স্কুলের কোনো জায়গা নেই। প্রধান শিক্ষকের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছি।

প্রধান শিক্ষক মোহাম্মদ শরিফ উল্লাহ বলেন, স্কুল ভবন থেকে কিছুটা দূরেই জায়গাটি অবস্থিত। কিন্তু স্কুলের জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। কেউ যদি জোরপূর্বক দোকান নির্মাণ করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম