চাঁদপুরে ড্যাবের উদ্যোগে পাঁচ শতাধিক লোকের বিনামূল্যে চিকিৎসা সেবা

চাঁদপুর: দেশব্যাপী ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগ এর প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যানমূলক কার্যক্রমের অংশ  হিসেবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব),চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর)  শহরের  ৭নং ওয়ার্ডের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুর ২টা থেকে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
ড্যাব, চাঁদপুর জেলা শাখার আহবায়ক ডাঃ মোবারক হোসেন চৌধুরী ও অন্যতম সংগঠক ডাঃ সৈয়দ আহমদ কাজল এর ঐকান্তিক প্রচেষ্টায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে চিকিৎসকদের ব্যবস্থাপত্রের সাথে সাথে বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়। এক ঝাঁক  মেধাবী চিকিৎসকের সমন্বয়ে গড়া এ টিম  থেকে ৭নং ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক অসহায়  মানুষকে  চিকিৎসা সেবা প্রদান করা হয় ।বিনামূল্যে সেবা ও ঔষধ পেয়ে স্থানীয় জনগন ড্যাব নেতৃবৃন্দকে  আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চিকিৎসক দের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ নূরে আলম মজুমদার (সার্জারী বিশেষজ্ঞ),  ডাঃ হারুন অর রশীদ (ভাইস প্রিন্সিপাল,  চাঁদপুর মেডিকেল কলেজ), ডাঃ ওমর ফারুক সবুজ(নাক,কান ও গলা), ডাঃ এ কে এম জিলানী(ডায়াবেটিক হাসপাতাল),  ডা: মাহফুজ (চক্ষু হাসপাতাল),  ডা: মো. ইফতেখারুল আলম(মেডিসিন),  ডাঃ বাঁধন (প্রিমিয়ার  হাসপাতাল),  ডাঃ সামিয়া (গাইনী),ডাঃ সিজান (মা ও শিশু  হাসপাতাল), ডাঃ আকরাম( মাতৃছায়া হাসপাতাল)।এছাড়াও চাঁদপুরের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা  সহকারীরা সার্বিক সহযোগিতা করেন। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চাঁদপুর জেলা শাখার অন্যতম সংগঠক ডাঃ  সৈয়দ আহমদ কাজল বলেন,  মেডিকেল ক্যাম্প একটি চলমান কর্মসূচি।
জাতীয়তাবাদী চিকিৎসকদের এ সংগঠন সব সময় বিভিন্ন জনকল্যান মূলক কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছে। অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন,  শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন ও বিনামূল্যে  চিকিৎসা ও ঔষধ  প্রদানের মাধ্যমে  ড্যাব সব সময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। ড্যাব চাঁদপুর জেলা শাখার আহবায়ক ডাঃ মোবারক হোসেন চৌধুরী একটি সুন্দর ও সুশৃঙ্খল মেডিকেল ক্যাম্প সম্পন্ন হওয়ায় স্থানীয় নেতৃবৃন্দ ও জনগনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল সাধারণ সম্পাদক কবির সরকার,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বাযক শামসুল আরেফিন সূর্য  ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন।
ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম