চাঁদপুরের কৃতি সন্তান প্রফেসর ড. ইকবাল গুণী শিক্ষক মনোনীত

চাঁদপুর: বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড.মো. ইকবালুর রহমান কলেজ পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

তিনি জেলা ও বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করে মহাপরিচালক নেতৃত্বে কোর কমিটি কর্তৃক মূল্যায়নের ভিত্তিতে গুণী শিক্ষক হওয়ার এ গৌরব অর্জন করেন।

তিনি হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা চাঁদপুর বারের সাবেক আইনজীবী (এপিপি) বজলুর রহমানের ছোট সন্তান।  প্রফেসর ড. ইকবাল এর আগে ২০২৩ সালে নরসিংদী জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।

তিনি হাজীগঞ্জ পাইলট হাই স্কুল থেকে এসএসসি, চাঁদপুর সবকারি কলেজ হতে উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স-মাস্টার্স এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পিএইচ-ডি ডিগ্রি অর্জন করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম