কচুয়া (চাঁদপুর): নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন কচুয়া আসনের এমপি পদপ্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফি।
বুধবার (১৯ নভেম্বর ) বিকাল ৩ থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই গণসংযোগে সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যায়।
গণসংযোগে প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন বাজার, গ্রাম, মহল্লা ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে নাগরিকদের সঙ্গে কথা বলেন, এলাকার সমস্যা ও প্রয়োজনীয় উন্নয়ন নিয়ে মতামত শোনেন। স্থানীয় বাসিন্দারা সড়ক–সংস্কার, পানি–নিকাশি সমস্যা, শিক্ষা–সুবিধা, কৃষি সহায়তার মতো বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফি বলেন, “মানুষের কথা শোনা এবং তাদের বাস্তব সমস্যাগুলো বুঝে কাজ করাই আমার লক্ষ্য। উন্নয়ন যেন শুধু কাগজে না থেকে বাস্তবে পৌঁছে—এটাই আমাদের অঙ্গীকার।” তিনি আরও উল্লেখ করেন যে গণসংযোগের মাধ্যমে জনগণের প্রত্যাশা যাচাই করে ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ করা হবে।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আমির আবু তাহের মেজবাহ, পৌরসভা আমির জাকির উল্লাহ সাজুলি এবং স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
উপজেলা আমির আবু তাহের মেজবাহ বলেন, “নির্বাচনী সময় শুধু প্রচার নয়-এটা মানুষের কাছে যাওয়ার, কথা শোনার সময়। আজকের উপস্থিতি প্রমাণ করে সাধারণ মানুষ পরিবর্তন ও উন্নয়নের বিষয়ে আগ্রহী।”
পৌরসভা আমির জাকির উল্লাহ সাজুলি জানান, এলাকার যুবসমাজ ও বিভিন্ন পেশার মানুষ গণসংযোগে এগিয়ে আসায় নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ পেয়েছে।
দিনব্যাপী গণসংযোগে কড়ইয়ার সাধারণ মানুষ বিভিন্নভাবে অংশ নেন। অনেকেই পথসভায় যোগ দিয়ে প্রশ্ন করেন, মতামত জানান এবং স্থানীয় উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সার্বিকভাবে পুরো ইউনিয়নজুড়ে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
নেতারা জানান, নির্বাচনের আগ পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

