কচুয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

কচুয়া (চাঁদপুর):  মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করা হয়।

বুধবার সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে টিম রণভেরী, তারুণ্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদ ও ডিজিএফপি মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে বক্তরা বলেন- জীবন বাজি রেখে করোনা কালীন সময়ে , ডেঙ্গু ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করলে ও টেকনোলজিস্টরা এখনো ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত।

১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন না করা হলে কর্মবিরতি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন টেকনোলজিস্ট ফোরাম সদস্যরা (এমটিএফ)। আর কোন আশ্বাস নয়, সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।

মানববন্ধবে উপস্থিত ছিলেন- ফার্মাসিস্ট অনুপম সরকার, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) লুৎফর রহমান, ফার্মাসিস্ট নাসির উদ্দীন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজী)মোঃ নবাব আলী, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আবদুস সালাম,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ বোরহান উদ্দিন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ খোকন প্রমুখ।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম