কচুয়া (চাঁদপুর): ‘‘মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলেক্ষ্য বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালিটি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানার সভাপতিত্বে ও নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাও. মো. নুর আহমদ আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকতা মো. শাহজাহান, আশ্রাফপুর গনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস, কাদলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফ, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক, চাঁদপুর এমএ খালেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম বিএসসি, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর মোল্লা, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল আলম, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. ফারুক হোসেন প্রমুখ।
শিক্ষকরা বক্তব্যে বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। শিক্ষার মানোন্নয়ন ও মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা যদি নিষ্ঠা,সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তবে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব।
এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কচুয়া উপজেলা সকল শিক্ষকদেরকে টি-শার্ট দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন,কচুয়ার কৃতি সন্তান ও শিক্ষানুরাগী রফিকুল ইসলাম রনি।
ফম/এমএমএ/