উত্তর ডুমুরিয়া সপ্রাবির পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ৬৪নং উত্তর ডুমুরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকালে বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি মোঃ মোশারফ হোসেন ও সহকারী শিক্ষক মোহাম্মদ তোফায়েল আহম্মদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আতাউল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল খান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ রানা, ইউপি সদস্য আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. আব্দুল রহিম ও সোলেমান মিয়া প্রমুখ।

বক্তব্যে অতিথিরা বলেন, বিদায়ী শিক্ষার্থীরা যেন পরবর্তী শিক্ষা জীবনে সৎ, পরিশ্রমী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যে তাদের মনোযোগী হওয়া জরুরি। বিদ্যালয়ের শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে তারা ভবিষ্যতে নিজেদের কাক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল খান বলেন, এবছর পঞ্চম শ্রেণির ৩২ জন এবং অষ্টম শ্রেণির ২১ জন, মোট ৫৩ জন শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছেন। দীর্ঘদিনের পড়াশোনা, সহপাঠীদের বন্ধুত্ব ও শিক্ষকদের সান্নিধ্য থেকে বিদায় নিতে গিয়ে শিক্ষার্থীরা ও শিক্ষকগণ আবেগপ্রবণ হয়ে ওঠে। বিদায়ী শিক্ষার্থীদের তাদের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ফারুক হোসেন।
ফম/এমএমএ/