GSIS Academy অনলাইন ভিত্তিক শিক্ষা পোর্টাল উদ্বোধন

চট্টগ্রাম: একঝাঁক তরুন স্বপ্ন দেখছে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে। সেই স্বপ্ন বাস্তবায়নে ২০ মার্চ ২০২৩ তারিখে GSIS Academy নামে একটি অনলাইন ভিত্তিক শিক্ষা পোর্টাল উদ্ভোদন করেন। এর মধ্য দিয়ে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে এই অনলাইন প্লাটফর্মটি। যার কোন বাউন্ডারি নেই, একটি বর্ডারলেস শিক্ষা মাধ্যম। যেটি বাংলাদেশ সহ ১১৪ টি দেশে সার্ভিস দিতে পারবে পর্যায়ক্রমে। GSIS Academy’র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চীফ অপারেশন অফিসার (COO) জনাব নুরুচ্ছালাম ভুঁইয়া ফোরকান এর সঞ্চালনায় এবং একাডেমির স্বপ্নদ্রষ্টা ফাউন্ডার ও CEO জনাব মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে উদ্ভোদনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আশরাফ উদ্দিন, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়-৩।
উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডা. মুহাম্মাদ সানাউল্লাহ, প্রেসিডেন্ট কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ট্রেজারার মা ও শিশু হাসপাতাল চট্টগ্রাম, মোহাম্মদ মহসিন, ম্যানেজিং ডিরেক্টর, ওয়েব পয়েন্ট লিমিটেড, পার্থ প্রতিম দাশ, CEO, মুক্তধারা লিমিটেড এবং ডিরেক্টর ও FRO GSIS Academy, মো: নূর নবী, ফাউন্ডার ও নির্বাহি পরিচালক, কবি নজরুল একাডেমি চট্টগ্রাম, সাঈদ আজাদ, ক্যারিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার। এছাড়াও GSIS Academy’র সকল সম্মানিত প্রশিক্ষক ও কলাকূশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

নগরীর সিআরবিতে অবস্থিত তাসফিয়া গার্ডেনে কেক কেটে ও প্রতিষ্ঠানের লোগো সংবলিত টিশার্ট উন্মোচনের মাধ্যমে উদ্ভোদনী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  আশরাফ উদ্দিন বলেন “চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে এমন যুগোপযোগী উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং সমাজসেবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেকোন প্রযোনীয় সহযোগিতা দেওয়া আশ্বাস প্রদান করেন।” প্রধান বক্তার বক্তব্যে রওশন আরা চৌধুরী বলেন “পৃথিবীজুড়ে যত আন্দোলন হয়েছে সব তরুনদের হাত ধরেই, ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ সবই তরুনদের মাধ্যমে হয়েছে। তাই আমি বিশ্বাস করি এই GSIS Academy’র মাধ্যমে তরুনরা বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।” অধ্যক্ষ ডা. সানাউল্লাহ বলেন “GSIS Academy গ্লোবালি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, তোমাদের এগিযে যাবার পথ সুগম করতে বানিজ্য মন্ত্রনালয়ের সহযোগিতা আমি দিবো”, প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও মোহাম্মদ আরিফ বলেন ” GSIS Academy তে সমস্ত শ্রেনী পেশার মানুষ প্রশিক্ষণ নিয়ে নিজেকে চতুর্থ শিল্পবিপ্লব এর যুগোপযোগী করে গড়ে তুলবে”, অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও একাডেমি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও COO নুরুচ্ছালাম ভুঁইয়া ফোরকান বলেন “একবিংশ শতাব্দীর এই যুগে আমাদের মানুষের পাশাপাশি রোবটের সাথেও প্রতিযোগিতা করতে হবে। তাই এই প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের টিকিয়ে রাখতে হলে GSIS Academy’র বিকল্প নেই”।

ফম/এমএমএ/

প্রেস বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম