দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন : শাহজাহান মিয়া

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ (সদর হাইমচর) আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া ।

শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ পথসভায় তিনি এলাকার জনগণের কাছে দাড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া চান। এসময় তিনি বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীকই হচ্ছে পরিবর্তনের প্রতীক। জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব।

সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া  বলেন, আমরা একটি আদর্শ, ন্যায়নিষ্ঠ ও মানবিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে মেধা ও নৈতিকতার বিকাশ ঘটবে, তরুণরা হবে দেশের উন্নয়নের চালিকাশক্তি। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তার মধ্য দিয়েই আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ  ন্যায়বিচার ও স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা পরিবর্তনে জনগণকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাই আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম,  ইউনিয়ন সংগঠনিক সম্পাদক ডা. ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।

পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক, ব্যবসায়ী ও  কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে অ্যাডভোকেট শাহজাহান মিয়া স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম