জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপ যশোরে অনুষ্ঠিত হবে

ফাইল ছবি।

ঢাকা: সপ্তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপ (পুরুষ ও মহিলা) আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে যশোরে অনুষ্ঠিত হবে।

মেয়ে ও ছেলেদের মোট ২০ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

আগ্রহী জেলা ক্রীড়া সংস্থাকে আগামী ০৭ জুন ২০২৩ তারিখের মধ্যে এন্ট্রি দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

অংশগ্রহণকারী দলগুলি আবাসন, খাবার, যাতায়াত, প্রশিক্ষণ ব্যয় বাংলাদেশ খো খো ফেডারেশন বহন করবে। জাতীয় দলের খেলোয়াড়দের নিজ নিজ জেলা দলের হয়ে খেলতে হবে। সংশ্লিট জেলা দল এন্ট্রি না করলে ‘উন্মুক্ত’ খেলোয়াড় হিসেবে বিবেচিত হবে।

সার্ভিসেস দলগুলো সর্বোচ্চ ০৪ জন জাতীয় খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে, তবে ভাতাপ্রাপ্ত ও চাকরীজীবি খেলোয়াড়রা স্ব-স্ব প্রতিষ্ঠানে দলভুক্ত হতে বাধ্য থাকবে।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম