অবাধ্য ঈশ্বর (কবিতা)

—যুবক অনার্য
কফি কর্ণার, বাংলাবাজার।
তিনি এবং আমি – মুখোমুখি
আমি বলি :স্যার, রুদ্র’র কবিতা নিয়ে কাজ করছি
আপনার অনুমতি পেলেই পান্ডুলিপি
বই হয়ে প্রকাশ পেয়ে যাবে
তিনি: নিশ্চয়ই। বের করে ফেলেন
এটা তো আমাদের পরিবারের জন্য গৌরবের বিষয়
বইয়ের  নাম কি দিয়েছেন?
আমি :”শ্মশানে  জীবনের ঘ্রাণ” ।
তিনি :হ্যাঁ, দিয়ে দিন।
আমরা কাটলেট খেলাম
খাবার শেষ করে তিনি উঠলেন
চলে যাবার আগে বোল্লেন:দেখা হবে
ভালো থাকবেন।
এরপর আর দেখা হয় নি
তিনি চলে গেলেন না ফেরার দেশে
তিনি কবি এবং অধ্যাপক –
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ভাই
নাম – হিমেল বরকত,
চলে গেলেন মাত্র ৪২ বছর বয়সে!
কফি কর্ণার বাংলাবাজার কাটলেট
শ্মশানে  জীবনের  ঘ্রাণ
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্
হিমেল বরকত
মৃত্যু
না ফেরার দেশ
তারপর কী?
তারপরও কবিতা
কবি
রুদ্র
হিমেল বরকত
কারণ কবির কোনো মৃত্যু নেই
কেবল জন্ম আছে
আছে জন্মজন্মান্তর
আছে কবিতার মতো  এক অবাধ্য ঈশ্বর!

ফোকাস মোহনা.কম